- বিদ্যালয় সম্পর্কে
মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৩ নং মনোহরদিয়া ইউনিয়নের কিছু বিদ্যোৎসাহী ব্যাক্তির মহান উদ্যোগে ১৯৭৩ সালে কন্দর্পদিয়া জুনিয়র ‘হাই স্কুল’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়। বিভিন্ন চরাই উতরাই পেরিয়ে বর্তমানে বিদ্যালয়টি একটি পূর্নাংগ হাই স্কুল হিসেবে প্রতিষ্ঠিত। জেলা থেকে প্রায় ৩৫ কিলো দূরে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শহরের প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান।